Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে প্রতিদিন ১৩ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করা হয়। এর মধ্যে নিজস্ব অনুষ্ঠান ৭ ঘণ্টা, জাতীয় অনুষ্ঠান (ঢাকা থেকে সমগ্র বাংলাদেশে একযোগে প্রচারিত) ৪ ঘণ্টা এবং  বিবিসি সংবাদ ২ ঘণ্টা।

নিজস্ব অনুষ্ঠানঃ

            ক) মিডিয়াম ওয়েভঃ  ৯৯৯ কিলো হার্জে ৪ ঘণ্টার অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন দুপুর ২ টা ৫০ মিনিট হতে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট পর্যন্ত ।

            খ) এফ এমঃ ৯২ মেগাহার্জে প্রতিদিন সকাল  ৭ টা  হতে ৭ টা ৩০ মিনিট  পর্যন্ত আধ ঘণ্টা। রাতের অনুষ্ঠান ৮ টা হতে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত ২ ঘণ্টা ৩০ মিনিট।

জাতীয় অনুষ্ঠানঃ

সন্ধ্যা ৬.৫০ মিনিট হতে রাত ১১.০০ টা পর্যন্ত মিডিয়াম ওয়েভ হতে  ঢাকার অনুষ্ঠান রীলে করে শোনানো হয়।  

বিবিসি সংবাদঃ

দৈনিক ৪ টি স্লটে বিবিসি বাংলা সংবাদ প্রচারিত হয় সকাল ৬.৩০ মিনিটে ও ৭.৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিটে ও রাত ১০.৩০ মিনিটে এফ এম ৯২ মেগাহার্জে।

 

 

 

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এর অনুষ্ঠান সমূহকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়ঃ

 

১। তথ্যমূলক অনুষ্ঠানঃ

                 ক) উন্নয়নমূলক অনুষ্ঠানঃ বাংলাদেশ বেতার সরকারের অন্যতম মুখপাত্র ।  বিভিন্নও মন্ত্রণালয় এর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচারিত অনুষ্ঠান “এগিয়ে চলেছে বাংলাদেশ” প্রচারিত হয় মাসের ১ম, ৩য় ও ৫ম শুক্রবার বিকেল ৪.৪৫ মিনিটে। এছাড়া উন্নয়নমূলক গান, স্পট,  জিঙ্গেল ও নাটিকা সবসময় প্রচার করা হয়ে থাকে।

                  খ) সাধারণ অনুষ্ঠানঃ সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর তথ্যমূলক গ্রন্থিত অনুষ্ঠান, আলোচনা,  বার্ষিকী, সংকলন সহ বিভিন্ন ফরমেটে অনুষ্ঠান প্রচার করা হয়। 

 

২। শিক্ষামূলক অনুষ্ঠানঃ

শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে প্রতি শনি ও মঙ্গল বার  বিকেল ৩.৩০ মিনিটে একটি ২৫ মিনিটের ক্লাস ভিত্তিক লেকচার প্রচার করা হয়ে থাকে। স্বনামধন্য স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়। স্থানীয় সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান “একতারা” এবং সাহিত্য সম্পর্কিত অনুষ্ঠান “সাহিত্য আসর” প্রচারিত হয়ে থাকে এ কেন্দ্র থেকে। এছাড়া মাঝে মাঝে ছাত্র ছাত্রীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

৩। বিনোদনমূলক অনুষ্ঠানঃ

শ্রোতাদের বিনোদনের কথা বিবেচনা করে ঠাকুরগাঁও বেতার হতে নানা ধরণের গান ও নাটক প্রচার করা হয়। প্রতি মঙ্গলবার বিকেল ৫.১০ মিনিটে একটি করে নাটক প্রচার করা হয়। পালা গান, ভাওয়াইয়া গান, পল্লিগীতি, আধুনিক গান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রায় প্রতিদিন প্রচার করা হয়।  ম্যাগাজিন অনুষ্ঠান “ইদানিং”, সঙ্গীত শিক্ষার আসর “সারেগামা”, ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান “মিউজিক টাইম” সহ বিশেষ দিবস ভিত্তিক অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে।

 

৪। বিশেষ গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠানঃ

                           ক) প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠানঃ প্রতিবন্ধী এতিম ও অনাথ শিশুদের জন্য বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান “আমরাও পাড়ি” প্রচারিত হয় মাসের ১ম বুধবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে।

                           খ) শিশুদের জন্য অনুষ্ঠানঃ শিশুদের অংশগ্রহণমূলক        ম্যাগাজিন অনুষ্ঠান “শিশু বিচিত্রা” প্রচার করা হয় প্রতি বৃহস্পতিবার বিকেল ৪ টা ২০ মিনিটে।

                           গ) তরুণদের জন্য অনুষ্ঠানঃ “তারুণ্য” প্রচারিত হয় মাসের ২য় ও ৪র্থ সোমবার বিকেল ৩.৩০ মিনিটে।  

                           ঘ) নারীদের জন্য অনুষ্ঠানঃ মহিলাদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান “নারী জগত” মাসের ১ম ও ৩য় সোমবারে প্রচার করা হয়।

 

                           ঙ) প্রবীণদের জন্য অনুষ্ঠানঃ “হারানো দিনের আমি” শিরোনামে প্রবীণদের জন্য এ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার করা হয় মাসের ২য় ও ৪র্থ বুধবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে। 

                           চ) কৃষকদের জন্য অনুষ্ঠানঃ  ঠাকুরগাঁও বেতারের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান “কৃষাণ মাটি দেশ” অনুষ্ঠানটি স্থানীয় ভাষায় কৃষক ভাইদের জন্য প্রচারিত হয়ে থাকে।  আসর ভিত্তিক এ অনুষ্ঠানে প্রতিদিন একজন বিশেষজ্ঞ কৃষিবিদ চাষি ভাইদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানটি ৬.০৫ মিনিটে ঠাকুরগাঁও বেতার হতে শোনা যাবে প্রতি শনি, সোম, বুধ ও শুক্র বার মিডিয়াম ওয়েভ হতে ৯৯৯ কিলোহার্জে।

এছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী, আওয়ামী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা সময়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

 

 

৫। শ্রোতাদের অংশগ্রহণমূলক অনুষ্ঠানঃ

                 ক)পত্রালাপঃ শ্রোতারা বিভিন্ন অনুষ্ঠান শোনার পাশাপাশি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারেন। চিঠি পত্রের জবাব দানের অনুষ্ঠান “পত্রালাপ” এ শ্রোতাদের পাঠানো চিঠি পাঠ করে শোনানো হয় এবং তাদের প্রশ্নের জবাব প্রদান করা হয়। পত্র প্রেরনের মাধ্যমে শ্রোতারা অনুষ্ঠান সম্পর্কে মতামত প্রদান করেন  যার ফলে অনুষ্ঠানের মান উন্নয়ন সহজ হয়। অনুষ্ঠানটি প্রচারিত হয় মাসের ২য় ও ৪র্থ রবিবার সন্ধ্যা ৬.০৫ মিনিটে।

                খ) সেতুঃ শ্রোতাক্লাব ভিত্তিক এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এর রেজিস্ট্রেশন প্রাপ্ত ক্লাবগুলোর অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে।

                গ) বন্ধু আড্ডাঃ প্রতি সোমবারে শ্রোতাদের অংশগ্রহণে এসএমএস ও ফেসবুক আড্ডার আয়োজন করা হয় রাত ৮.০০ টা হতে রাত ১০.০০ টা পর্যন্ত। জনপ্রিয় ও সাড়া জাগানো এ অনুষ্ঠানে শ্রোতাদের এসএমএস পড়ে তাদের অনুরোধের গান প্লে করে শোনানো হয়। শ্রোতারা তাদের মোবাইল এর মেসেজ অপশন থেকে BBTH< Space>NAME<Space>LOCATION<Space>COMMENTS টাইপ করে 16242 নাম্বারে পাঠিয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

এছাড়া ফেসবুক আড্ডায় যোগ দিতে লগ ইন করতে পারেন www.facebook.com/fm92.bbtঠিকানায়এবং আমাদের ফ্যান পেজে কমেন্টস করে অংশগ্রহণ করতে পারেন।

উপরোক্ত অনুষ্ঠানগুলো প্রচারের পাশাপাশি বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জনগুরুত্বপূর্ণ ভাষণ, মন্ত্রিসভার শপথ গ্রহন, সংসদের অধিবেশন সমূহ সরাসরি সম্প্রচার করা হয়। এর বাহিরেও স্থানীয় মন্ত্রী কিংবা সাংসদ অথবা ঠাকুরগাঁও এ সফররত কোন মন্ত্রীরবা ভিআইপির বক্তব্য রেকর্ড করে “সংবাদ তরজ্ঞ” আকারে প্রচার করা হয়ে থাকে।