Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে প্রায় ৫ কিঃ মিঃ উত্তরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে অবস্থিত বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। ১১ নভেম্বর, ১৯৮৮ সালে  প্রায় ২৯.৫৬ একর জমির উপর স্থাপিত এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র রীলে  কেন্দ্র হিসেবে কাজ শুরু করে। পরবর্তীতে ১ লা মার্চ, ১৯৯৭ সালে ২ ঘণ্টার অনুষ্ঠানের মধ্য দিয়ে এটির অনুষ্ঠান প্রচার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার গণ মানুষের জন্য বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও সংবাদ, শিক্ষা, তথ্য ও বিনোদনের একমাত্র ইলেক্ট্রনিক্স মিডিয়া হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার কৃষ্টি ও সংস্কৃতি ধারণ ও লালন  করার ক্ষেত্রে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে।